রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের সিলাম রিজেন্ট পার্কের ভেতরে রুম ভাড়া নিয়ে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ১২ জন কিশোর-কিশোরী আটক।
সিলেটের সিলাম রিজেন্ট পার্কের ভেতরে রুম ভাড়া নিয়ে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ১২ জন কিশোর-কিশোরী আটক।
নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের সিলাম রিজেন্ট পার্কের ভেতরে রুম ভাড়া নিয়ে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ১২ জন কিশোর-কিশোরী আটক। আটকৃতদের সবার বয়স ১৬-২০ বছর।
” সিলাম রিজেন্ট পার্কে স্কুল কলেজ পড়ুয়া ২০ জন প্রেমিক-প্রেমিকাকে ১০ লক্ষ টাকা করে কাবিন দিয়ে বিয়ে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী”
স্থানীয় এলাকার যুবকরা হানা দিয়ে পার্কে ৬টি রুম থেকে আটক করা হয় ১২জন উঠতি বয়সি কিশোর কিশোরীদের।
আটক সবাইকে এক কক্ষে তালাবদ্ধ করে রেখে তাদের অভিভাবকদের খবর দেয়া হয়েছে। আটকৃতরা বিশ্বনাথ, জগন্নাথপুর, মৌলভীবাজার থেকে এসেছেন এই পার্কে।
বিষয়: #অবস্থায় #অসামাজিক #আটক #কাজ #কিশোর #কিশোরী #পার্ক #ভাড়া #রিজেন্ট #রুম #লিপ্ত #সিলাম #সিলেট