

শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খুলনা » মোংলায় কোস্টগার্ডের অভিযানে আ.লীগ যুবলীগের তিন নেতাকর্মী আটক
মোংলায় কোস্টগার্ডের অভিযানে আ.লীগ যুবলীগের তিন নেতাকর্মী আটক
মনির হোসেন, মোংলা:
অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকা থেকে আওয়ামীলীগ যুবলীগের ৩ নেতাকর্মীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
আটককৃতরা হলেন- মোংলার চাঁদপাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর মো. সুলতান (৬৫), যুবলীগ নেতা হাসেম ফকির (৪৮) ও গৌতম মন্ডল (৩৫)।
১৩ ফেব্রুয়ারি দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যরাত ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা এবং বাংলাদেশ নৌবাহিনী এর সমন্বয়ে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই এলাকা থেকে ইউপি সদস্য মো. সুলতান, হাশেম ফকির এবং গৌতম মন্ডলকে আটক করা হয়। জানা যায় অভিযানে আটককৃত সকলেই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা।
বিষয়: #অভিযান #আ.লীগ #আটক #কোস্টগার্ড #নেতাকর্মী #মোংলা #যুবলীগ
