![মালয়েশিয়ায় ছাত্রদের বিরুদ্ধে মামলা করেনি হাইকমিশন: পুলিশ](https://www.bojrokontho.com/cloud/archives/2025/02/untitled-design-29988-micro.png)
![Bojrokontho](https://www.bojrokontho.com/cloud/archives/fileman/default-logo.png)
শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » জাহাঙ্গীরের লাশ মিরপুর রেলওয়ে ষ্টেশন থেকে উদ্ধার
জাহাঙ্গীরের লাশ মিরপুর রেলওয়ে ষ্টেশন থেকে উদ্ধার
খন্দকার জালাল উদ্দীন :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চামনা গ্রামের তোফাজ্জেলের ছেলে জাহাঙ্গীরের (৩৫) লাশ মিরপুর রেলওয়ে ষ্টেশন থেকে উদ্ধার করে রেলওয়ে পুলিশ। জানাগেছে মিরপুর উপজেলার রেলওয়ে ষ্টেশন ও রেলওয়ে ব্রীজের মধ্যবর্তি স্থানে রেললাইনের ওপর পড়ে ছিল এক যুবকের মর’দেহ, লাশের পাশে একটি ছবি এবং ভিসা কার্ড পাওয়া যায়, তাতে লেখা আছে জাহাঙ্গীর আলম বাসা দৌলতপুর। এই তথ্য থেকে জাহাঙ্গীরের আত্বীয় স্বজন রেলওয়ে পুলিশের কাছে গিয়ে লাশ সনাক্ত করে তাদের বাড়ীতে নিয়ে আসে এবং দাফন সম্পন্ন করে। এলাকাবাসী জানায় সে একজন মানসিক প্রতিবন্ধী হয়ে ঘোরাফেরা করতো, আচমকা ট্রেনের ধাক্কায় তার মৃত্যু ঘটে।
বিষয়: #উদ্ধার #জাহাঙ্গীর #মিরপুর #রেলওয়ে #লাশ