

রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খুলনা » জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
খন্দকার জালাল উদ্দীন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী প্রাগপুরের জামালপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে ওই এলাকার জামরুল ও নাজির দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে। জানা গেছে দীর্ঘ দিন ধরে জামরুল ও নাজির এর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।জামরুল ও নাজির জমিরদখল বুঝে নিতে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৪ জন আহত হয়ে বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গেলে পরে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করেন। আরও জানা জাই জামরুল ও নাজির তারা দুই ভাই। আহতদের মধ্যে জামরুল,নাজির,ইমন,মিঠন,আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাজমুল হুদা জানান, জমির দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়: #আহত #জমি #দুই #পক্ষ #বিরোধ #সংঘর্ষ
