

মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সীমান্তে চিলমারীতে অস্ত্রসহ যুবক আটক
সীমান্তে চিলমারীতে অস্ত্রসহ যুবক আটক
খন্দকার জালাল উদ্দীন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিনসহ নান্টু মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি)। গতকাল উপজেলার সীমান্তবর্তী দুর্গম চিলমারী ইউনিয়নের ক্লিকের মাঠ এলাকায় অভিযান চালিয়ে চিলমারী বিওপির সদস্যরা নান্টুকে আটক করে। আটক নান্টু মিয়া উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়ার গ্রামের মৃত আদালত প্রামাণিকের ছেলে। এ ঘটনায় পলাতক রুহুল একই ইউনিয়নের মাঝদিয়াড় গ্রামের হাফিজের ছেলে। বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এ বিষয়টি জানান। এতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি-এর সার্বিক দিক নির্দেশনায় গতকাল দৌলতপুরের দুর্গম চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/১-এস হতে আনুমানিক ২.৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ক্লিকের মাঠ নামক স্থানে নম্বর-৬৭২৬৯ হাবিলদার মো. এমদাদুল হকের নেতৃত্বে বিশেষ টহল দল দু’জন যাত্রীসহ আগত একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। এ সময় বাইকের চালক একটি পিস্তল পার্শ্ববর্তী গম ক্ষেতে ছুড়ে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে টহল দল ঘটনাস্থল হতে মোটরসাইকেল চালক মো. নান্টু মিয়াকে আটক করে এবং পিস্তল, গুলি ও ম্যাগাজিন জব্দ করে। আটক কৃত নান্টু মিয়া কে দৌলতপুর থানায় মঙ্গলবার সোপর্দ করা হয। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিষয়: #অস্ত্র #আটক #চিলমারী #যুবক #সীমান্ত
