

মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খুলনা » সেনা বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
সেনা বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
খন্দকার জালাল উদ্দীন:
কুষ্টিয়ার দৌলতপুরে সেনা অভিযানে পরিত্যাক্ত অবস্থায় এশটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে ম্যাগজিন সহ পিস্তলটি উদ্ধার করা হয়। সেনা ক্যাম্প কুষ্টিয়া জানায়, বাংলাদেশ সেনা বাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের সন্দেহভাজন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় বাড়ির উঠানে থেকে পরিত্যাক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। তবে, বাড়িতে কাউকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত অস্ত্রটি দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: #অভিযান #উদ্ধার #পিস্তল #বাহিনী #বিদেশি #সেনা
