

মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » লাইফস্টাইল » আইভরি লেহেঙ্গায় বউ সেজেছিলেন মেহজাবীন
আইভরি লেহেঙ্গায় বউ সেজেছিলেন মেহজাবীন
সম্প্রতি দীর্ঘ ১৩ বছরের সম্পর্কে সিলমোহর দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। বিয়ের দিনের সুন্দর মুহূর্তের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। জীবনের বিশেষ দিনে মেহজাবীন বেছে নিয়েছেন আইভরি লেহেঙ্গা। আর আদনান বেছে নিয়েছেন কফি রঙের শেরওয়ানি।
অভিনেত্রীর লেহেঙ্গার পুরোটাজুড়ে ছিল এমব্রয়ডারির নিখুঁত কাজ। ঘোমটা টেনেছিলেন ম্যাচিং ওড়না দিয়ে। বিশেষ করে নজর কেড়েছে অভিনেত্রীর ফুলস্লিভ ব্লাউজের কাটআউট নকশা।
হাতভর্তি মেহেদি, ম্যাচিং জমকালো চোকার, টানা দুল, চুড়ি আর টায়রায় সেজেছেন গুণী এই অভিনেত্রী। শুধু তাই নয়, জনপ্রিয় এই অভিনেত্রী নিজের বিয়ের মেকআপে ভরসা রেখেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভারে।
বর-কনে দুজনের সাজপোশাকেই প্রকাশ পেয়েছে চোখজুড়ানো আভিজাত্যপূর্ণ আমেজ। অভিনেত্রীর বিশেষ দিনের সাক্ষী হয়েছেন পরিবার, আত্মীয়-স্বজন ও কাছের বন্ধুরা।
বিষয়: #আইভরি #ছিলেন #বউ #মেহজাবীন #লেহেঙ্গা #সেজে
