

মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে আটক ২
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে আটক ২
মনির হোসেন, মোংলা
কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি বেইস মোংলার একটি আভিযানিক দল অপারেশন “ডেভিল হান্ট” অভিযানে মোংলার জয়মনিরঘোল এলাকা থেকে দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিরঘোল এলাকার বাসিন্দা মো. আব্দুল খালেক খান (৫৪) ও মো. নুর আলী শেখ (৬৪)। এরা দুজনেই আওয়ামীলীগের নেতাকর্মী।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন।
তিনি বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাত ১ টা থেকে ভোর সাড়ে ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন চিলা ইউনিয়নের জয়মনিরঘোল এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে ২ জন দুষ্কৃতিকারী মোঃ আব্দুল খালেক খান ও মোঃ নূর আলী শেখ কে আটক করা হয়। আটককৃত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিষয়: #অভিযান #আটক #কোস্টগার্ড #নেতৃত্ব #বাহিনী #মোংলা #যৌথ
