

সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » খুলনা » দৌলতপুর সীমান্তের মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা ২ লক্ষাধিক টাকার ভুট্টা ও তিল কেটে দিয়েছে
দৌলতপুর সীমান্তের মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা ২ লক্ষাধিক টাকার ভুট্টা ও তিল কেটে দিয়েছে
খন্দকার জালাল উদ্দীন :
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের রামকৃষ্ণপুরের মোহাম্মদপুর গ্রামের বিএনপি কর্মী শোহাব আলীর জমির তিল ও উঠতি ভুট্টা কেটে দিয়েছে। আওয়ামী লীগ সন্ত্রাসী শরিফুল ইসলাম, ওয়ারলীচ, সাহাবুল ইসলাম,জহিরুল ইসলাম সহ ইনসাফনগর গ্রামের প্রায় ১০/১২ জন মিলে, অভিযোগে প্রকাশ পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত সন্ত্রাসীরা সোহাব আলীর ৫ দীঘা জমির ভুট্টা ও তিল সহ প্রায় আড়াই লক্ষ শতাধিক টাকার ফসল কেটে দিয়েছে গত ২ মার্চ রোববার ভোর রাতে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: #দৌলতপুর #সীমান্ত