

মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে ৫৯৫০ পিস ইয়াবা সহ নারী কারবারি আটক
মাধবপুরে ৫৯৫০ পিস ইয়াবা সহ নারী কারবারি আটক
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বিপুল ৫৯৫০ পিস ইয়াবাসহ এক নারী কারবারি কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৮ টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ মনতলা বিওপি’র কমান্ডার সুবেদার মোঃ কাজী শাহিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেব নগর নামক স্থানে অভিযান চালিয়ে ৫৯৫০ পিস ইয়াবাসহ রেহেনা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেন। সে মাধবপুর উপজেলার চৈতন্যপুর গ্রামের মালেক মিয়া’র স্ত্রী। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭,৮৫,০০০/- (সতেরো লক্ষ পঁচাশি হাজার) টাকা। পরবর্তীতে আটককৃত নারীকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় বিকেল বেলায় হস্তান্তর করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল সত্যতা নিশ্চিত করেছেন।##
বিষয়: #মাধবপুর
