

মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » খুলনা » লাইটার জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি ৯০ জনকে উদ্ধার করলো কোস্টগার্ড
লাইটার জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি ৯০ জনকে উদ্ধার করলো কোস্টগার্ড
মনির হোসেন:
সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার নলিয়ানে কালিবাড়ি খেয়াঘাটের কাছে পণ্য পরিবহনকারী লাইজার জাহাজের ধাক্কায় একটি বরযাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এসময় এলাকাবাসী কোস্টগার্ডকে খবর দিলে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ অভিযানে ৯০ জন বরযাত্রীকে উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, গত ৩ মার্চ সোমবার রাত সাড়ে ৮ টায় খুলনা জেলার পাইকগাছা থানার কানাখালী হইতে ছেড়ে আসা ৯০ জন বরযাত্রীবাহী একটি ট্রলার কালীবাড়ী খেয়াঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি লাইটার জাহাজের সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। ফলে ট্রলারে থাকা ৯০ জন বরযাত্রী পানিতে ভাসতে থাকে। দুর্ঘটনার তথ্য পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান হতে একটি উদ্ধারকারী দল বোট যোগে তৎক্ষণাৎ ঘটনা স্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় সকল যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত যাত্রীরা স্বল্প সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে বরযাত্রীরা অন্য একটি ট্রলার যোগে তাদের পরবর্তী গন্তব্য দাকোপ থানার আড়াখালী গ্রামের উদ্দেশ্য রওনা করে। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #উদ্ধার #করলো #কোস্টগার্ড #জাহাজ #ট্রলার #ডুবি #ধাক্কায় #লাইটার #৯০ জনকে