

বুধবার ● ৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে জমিয়তের উদ্যোগে রাজনৈতিক,প্রশাসনিক ও মিডিয়া কর্মীদের সৌজন্যে ইফতার মাহফিল
সুনামগঞ্জে জমিয়তের উদ্যোগে রাজনৈতিক,প্রশাসনিক ও মিডিয়া কর্মীদের সৌজন্যে ইফতার মাহফিল
সুনামগঞ্জ প্রতিনিধি :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা নবগঠিত কার্যকরী কমিটির উদ্যোগে রাজনৈতিক,প্রশাসনিক ও মিডিয়া কর্মীদের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার ৫ (মার্চ) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থিত পানসী রেষ্টেুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে মাহফিলে অতিথিদের অভ্যর্থনা জানান নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যন মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ এর উপ-পরিচালক কৃষিবিদ মো: মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান, নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ,জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আবুল ফজল, মাওলানা নুরুজ্জামান ক্বাসেমী, প্রিন্সিপাল আব্দুল করিম, ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী,মাওলানা আব্দুশ শহীদ, হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলার সেক্রটারী মুফতি আব্দুল হক আহমদী, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সেক্রেটারী মাওলানা জয়নুল আবেদীন,মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার,জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক মাও.তাফাজ্জুল হক,মাওলানা ইলিয়াছ আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী,মাওলানা নাজমুল ইসলাম জাহিদ,মাওলানা হাফিজ লোকমান আহমদ,মাওলানা গিয়াস উদ্দিন সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ রমজান,দৈনিক আজকালের প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক,জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আমার দেশ প্রতিনিধি মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্নœ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। পরে দেশ ও জাতির সফলতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ।
বিষয়: #ইফতার #উদ্যোগ #কর্মী #জমিয়ত #প্রশাসনিক #মাহফিল #মিডিয়া #রাজনৈতিক #সুনামগঞ্জ #সৌজন্যে