

বৃহস্পতিবার ● ৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা
মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রমমাণ আদালতে এক ব্যক্তিকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ওই এলাকার আলাই মিয়ার পুত্র আজিজ মিয়া’কে ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানের সময় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, মনতলা ও কাশিমপুর পুলিশ ফাড়ির একটি দল সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।##
বিষয়: #অবৈধভাব #উত্তোলন #জরিমানা #দায় #মাটি #মাধবপুর