

শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » ছাতকে চার হাজার নারী পুরুষদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
ছাতকে চার হাজার নারী পুরুষদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি
ছাতকে হজরত আহছান শাহ মাজার শরীফে খাদেম সানুর শাহ`র উদ্দ্যোগে চার হাজার নারী পুরুষদের নিয়ে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্টিত হয়েছে। এ অনুষ্টানে চার হাজার নারী পুরুষদের মাঝে নানা রঙ্গের ইফতার বিতরন করা হয়।
গত বৃহস্পতিবার উপজেলার দোলারবাজার ইউপির মঈনপুর গ্রামে হজরত আহছান শাহ মাজারের খাদেম সানু শাহ সভাপতিত্বে ও দোয়া পরিচালনা করেন ক্বারি নয়ন শাহ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন
ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,বালু ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন,মরমী কবি সালাই উদ্দিন ভান্ডারী, শ্রমিক নেতা জমির আলী,লাল মিয়া,সাংবাদিক ফজল উদ্দিন, সুহেল আহমদ,ইসলাম উদ্দিন,আব্দুল আলীম,শানুর মিয়া,মাসুম প্রমুখ। অনুষ্টিত সভায় মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে দেশ-জাতির কল্যাণ,বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন । গত বৃহস্পতিবার মাজার শরীফের সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নানা শ্রেনীর মানুষ নিয়ে ইফতার ও দোয়া ব্যতিত্রুমি আয়োজন করেন মাজার প্রাঙ্গনে এলাকায়। তার মাজারে নারী,পুরুষদের হাজারো মানুষের ঢল নেমেছে। আল্লাহু জিকিরে মুখরিত হচ্ছে মাজার প্রাঙ্গনে।
বিষয়: #অনুষ্টিত #ইফতার #চার #ছাতক #দোয়া #নারী #পুরুষ #মাহফিল #হাজার