

সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » হবিগঞ্জ » ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে মাধবপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে মাধবপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ ছাত্রছাত্রীরা।
সোমবার (১০ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিল, মোঃ মাহদী, বোরহান উদ্দিন,রুবেল, সিরাজ, মাসুম, দিপু, জুয়েল, মাহিন, মুর্শেদ, ইশতিয়াক, মামুন, মাছুম, তামান্না, তানজিনা, বৃষ্টি,বাবলু,তামিন,রেদুয়ান,ইব্রাহিম খলিল প্রমূখ।
শিক্ষার্থীরা বলেন, ‘প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচারের জন্য আমরা রাস্তায় নামব। যারা ধর্ষণ করে এবং যারা এদের মদদ দেয়, তাদের আইনের আওতায় আনতে হবে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিষয়: #চেয়ে #ধর্ষকের #বিক্ষোভ #মাধবপুরে #মানববন্ধন #মিছিল #শাস্তি #সর্বোচ্চ