রবিবার ● ৯ জুন ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জের জগন্নাথপুরে সপ্তাহ ব্যাপী ভূমিসেবা কার্যক্রম এর সূচনা।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সপ্তাহ ব্যাপী ভূমিসেবা কার্যক্রম এর সূচনা।।
ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ থেকেঃ
“স্মার্ট ভূমিসেবা-স্মার্ট নাগরিক”এ-শ্লোগান নিয়ে সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিকের ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি,ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর শুভ- উদ্বোধন করা হয়েছে।
৮(জুন)শনিবার থেকে ১৪(জুন)শুক্রবার পর্যান্ত বর্ণিল আয়োজনের মাধ্যমে সাপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এ উপলক্ষে শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা ভূমি সেবা কেন্দ্রের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্ম-কর্তা আল-বশিরুল ইসলাম।
এ-উপলক্ষে একটি র্যালি পৌর-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্ম-কর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে এতে যথাক্রমে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আদ,উপজেলা প্রাণিসম্পদ কর্ম-কর্তা ডাঃখালেদ সাইফুল্লাহ,উপজেলা সমবায় কর্ম-কর্তা রাজ মনি সিংহ প্রমুখ।
এ-সময় বিভিন্ন দপ্তরের কর্ম-কর্তা কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা“স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক”এ- প্রতিপাদ্যকে সামনে রেখে ৭দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহ কার্যক্রম এর সূচনা লগ্নে সম্মানিত জগন্নাথপুর উপজেলা বাসী,ভূমি সেবা সংক্রান্ত যে-কোন সেবা, আপনার সমস্যা কিংবা জিজ্ঞাসা নিয়ে ভূমি অফিসে চলে আসার আহ্বান জানান।
বিষয়: #সুনামগঞ্জ