

বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » রাণীনগরে ১০০জন পেলেন আলোর দিশারী সংঘের ইফতার সামগ্রী
রাণীনগরে ১০০জন পেলেন আলোর দিশারী সংঘের ইফতার সামগ্রী
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ):
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে আলোর দিশারী সংঘের উদ্যোগে ১০০জন হতদরিদ্র,দু:স্থ্য ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাজারের আলহাজ্ব মজিদুল ইসলামের মোটরসাইকেল শো-রুম প্রাঙ্গনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আলোর দিশারী সংঘের সভাপতি আলহাজ্ব মজিদুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক বদরুদ্দোজা টিপু,স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাহার এবং সংঘের রমজান আলী,আব্দুল ফাহাদ সুমন,মিজানুর রহমান মাসুমসহ সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান,প্রতিজনকে ৩কেজি করে চাল,২কেজি আলু,আধা কেজি ছোলা,আধা কেজি গুড়,আধা কেজি সেমাই,আধা কেজি চিনি,আধা কেজি পেঁয়াজ,আধা কেজি মুড়ি,২৫০গ্রাম সরিষার তেল ও ২৫০গ্রাম করে দুধ বিতরণ করা হয়েছে।
বিষয়: #ইফতার #দিশারী #রাণীনগর #সংঘ #সামগ্রী