

বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল
সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) স্থানীয় প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে উক্ত ইফতার পূর্ববর্তী আলোচনায় প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক অনিক রায় বলেছেন, আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই। আমরা ধর্মের নামে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাই না। যতক্ষণ পর্যন্ত সমাজের বিভিন্ন বৈষম্য দূর করতে না পারব, ততক্ষণ আমাদের লড়াই চলবে। ইফতার পূর্ববর্তী আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এহতেশাম হক,অর্পিতা শ্যাম দেব,যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোমতাজুল হাসান আবেদ,সিরাজুল হক ওলী,বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি মাওলানা শহীদুল ইসলাম পলাশী,দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ রমজান,বৈষম্যবিরোধী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ইমন দ্দোজা আহমদ,সদস্য সচিব মেহেদী হাসান সাকিব, সাইমন মিয়া,অন্তর আহমেদ,সাব্বির আহমেদ,রায়হান মিয়া,মাসুক রানা,আন্দোলনে আহত মোঃ জহুর আলী,রিপন আহমেদ,সাংবাদিক আফতাব উদ্দিন,মাহবুবুর রহমান চৌধুরী,ইমরান আলী,আবির হোসেন,দিলওয়ার মিয়া ও তরিকুল ইসলামসহ জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিষয়: #ইফতার #জাতীয় #দোয়া #নাগরিক #পার্টি #মাহফিল #সুনামগঞ্জ