

বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিশেষ » যুক্তরাজ্য ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো
যুক্তরাজ্য ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক::
যুক্তরাজ্য সরকার আবারও তাদের ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। নতুন এই নিয়ম বিশেষভাবে স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মী এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অভিবাসন সংক্রান্ত বিরোধিতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং দক্ষিণপন্থি রাজনৈতিক প্রবণতার মধ্যে এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুসারে, যুক্তরাজ্যের নিয়োগকর্তাদের বিদেশ থেকে কর্মী নিয়োগের আগে দেশেই বসবাসরত বিদেশি স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিতে হবে। ৯ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে নিয়োগকর্তাদের প্রমাণ করতে হবে যে, তারা যুক্তরাজ্যে বসবাসরত কর্মীকে নিয়োগের চেষ্টা করেছেন এবং নতুন ভিসার প্রয়োজন রয়েছে।
সরকার আশা করছে, এই পদক্ষেপ বিদেশি কর্মীর উপর নির্ভরশীলতা কমিয়ে আনবে এবং অভিবাসনের মাত্রা নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি, দক্ষ কর্মী ভিসার জন্য ন্যূনতম বেতন বৃদ্ধি করা হয়েছে। এপ্রিল থেকে এই ন্যূনতম বেতন প্রতি বছর ২৩,২০০ ইউরো থেকে বাড়িয়ে ২৫,০০০ ইউরো করা হয়েছে, যা প্রতি ঘণ্টায় ১২.৮২ ইউরো।
শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে ব্রিটিশ সরকার নতুন কিছু কঠোর নিয়ম চালু করেছে, বিশেষ করে স্বল্পমেয়াদী ইংরেজি ভাষা কোর্সের জন্য। নতুন নিয়ম অনুসারে, যারা ছয় থেকে ১১ মাসের জন্য ব্রিটেনে ইংরেজি শিখতে আসবেন, শুধুমাত্র তারাই এই পারমিটের জন্য আবেদন করতে পারবেন।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে যে, অনেক শিক্ষার্থী প্রকৃতপক্ষে পড়াশোনা করতে আসেন না এবং কোর্স শেষের পর যুক্তরাজ্য ত্যাগ করেন না। ফলে, এই নিয়মের অপব্যবহার রোধে সরকার আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে।
নিয়ম ভঙ্গকারী কোম্পানিগুলো যাতে বিদেশি কর্মী নিয়োগ করতে না পারে, সেজন্য বিশেষ নজরদারি চালু করা হচ্ছে। সরকার ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৪৭০টিরও বেশি স্পন্সর লাইসেন্স বাতিল করেছে।
অভিবাসন ও নাগরিকত্বমন্ত্রী সীমা মালহোত্রা বলেন, ‘আমাদের দেশে যারা স্বাস্থ্যসেবায় সহায়তা করতে আসেন, তাদের শোষণ থেকে মুক্ত রাখার দায়িত্ব আমাদের। আমরা এমন ব্যবস্থা নিচ্ছি যাতে নিয়োগকর্তারা নিয়ম লঙ্ঘন করে আন্তর্জাতিক কর্মীদের ক্ষতিগ্রস্ত করতে না পারেন।’
কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যা কমে গেছে। চলতি বছরের পরিসংখ্যান অনুসারে, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর বিদেশ থেকে প্রায় ৪ লাখ কম ভিসাপ্রত্যাশী যুক্তরাজ্যের কর্ম ও শিক্ষা ভিসার জন্য আবেদন করেছেন।
২০২৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ৫ লাখ ৪৭ হাজার ভিসা আবেদন গ্রহণ করা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯ লাখ ৪২ হাজার ৫০০।
সরকারের এই নতুন নীতিগুলো যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিষয়: #আনলো #নিয়ম #পরিবর্তন #বড় #ভিসা #যুক্তরাজ্য