

শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকরের দাবি খেলাফত মজলিসের
ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকরের দাবি খেলাফত মজলিসের
বজ্রকণ্ঠ ডেস্ক:
মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় জড়িত ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
একই সঙ্গে শিশুটির ধর্ষণের পেছনে যারা মদদ দিয়েছে তাদের সবাইকে ফাঁসি ও প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে বলেও দাবি জানান তারা।
শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এক বিক্ষোভ মিছিলে বক্তারা এসব দাবি জানান। ‘ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের উপর হামলার প্রতিবাদ’ শীর্ষক ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় ধর্ষকদের ঠিকানা- এই বাংলায় হবে না, ধর্ষকদের ঠিকানা-এই বাংলায় হবে না; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই; নারায়ে তাকবির, আল্লাহু আকবার; বংলাদেশ খেলাফত মজলিস, জিন্দাবাদ জিন্দাবাদসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন দলটির নেতা-কর্মীরা।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন বলেন, আজকে বাংলাদেশ অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্য দেখেছে। এই রমজান মাসে একটা শিশুকে ধর্ষণ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এমন ঘটনার জন্য বাংলাদেশ কখনো প্রস্তত ছিল না। ধর্ষণ কেন ঘটে বিষয়টা বুঝতে হবে। তার বিশ্লেষণ করতে হবে। ব্যাভিচারকে প্রমোট করবেন আবার ধর্ষণ বন্ধ করার চেষ্টাও করবেন- তা হবে না।
ধর্ষণ বন্ধে অবাধ মেলামেশা বন্ধ করতে হবে জানিয়ে তিনি বলেন, নাটক সিনেমায় ছেলে-মেয়েদের অবাধ মেলামেশার শিক্ষা দেওয়া হয়। এ জন্য এই প্রজন্মের ছেলে মেয়েরা মানসিকভাবে বিকারগস্ত হয়। আমরা দেখেছি সরকার সমস্ত পর্ন সাইট বন্ধের ঘোষণা দিয়েছে। সব সাইট বন্ধ করতে হবে। যত ধরনের অশ্লীল সিনেমা ও নাটক আছে এইসব বন্ধ করতে হবে। নারী-পুরুষের শালীন পোশাকের কোড থাকতে হবে।
তিনি আরও বলেন, যারা শিশুটিকে শহীদ করেছে, তাদের যারা মদদ দিয়েছে তাদের সবাইকে ফাঁসি দিতে হবে। শুধু ফাঁসি না, তাদের প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হবে।
অন্য বক্তারা বলেন, মাগুরার শিশুটির ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যে সংবিধান দিয়ে ধর্ষক ও সুবিধাবাদীদের বিচার করবেন, সেই সংবিধানেই নারীদের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করতে চাওয়া সুবিধাবাদী লোকজন লুকিয়ে আছে। যেমন, আপনি যে সরষে দিয়ে ভূত ছাড়াবেন, সেই সরষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। এই বিক্ষোভ থেকে আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে প্রকাশ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
পরে উপস্থিত নেতাদের বক্তব্য শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে আবার বায়তুল মোকাররমের উত্তর গেটে গিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচিটি শেষ হয়।
বিষয়: #কার্যকরের #খেলাফত #দাবি #ধর্ষকের #প্রকাশ্য #মজলিসের #মৃত্যুদণ্ড