

শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » আত্রাইয়ে আবারো গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি
আত্রাইয়ে আবারো গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি
কাজী আনিছুর রহমান,রাণীনগর(নওগাঁ) :
নওগাঁর আত্রইয়ে চুরি যেনো নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এবার গোয়াল থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নৈদীঘি পূর্বপাড়া থেকে চুরির এ ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এর আগে উপজেলায় আরো ৩৫টি গবাদিপশু চুরি এবং ১৫ভরি স্বর্ণের,৩০০ভরি চান্দির গহনাসহ নগদ দুই লক্ষ টাকা ছিন্তাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় মামলা কিম্বা অভিযোগ দিলেও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে দিন দিন চুরির ঘটনা বেড়েই চলেছে।
গরুর মালিক খোরশেদ আলমের ছেলে মাসুম হোসেন জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পরি। ভোরে ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গিয়ে দেখি চোরেরা সবগুলো গরু চুরি করে নিয়ে গেছে। এঘটনায় শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগের প্রেক্ষিতে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
উল্লেখ্য,গত ২৪ ফেব্রæয়ারী নওগাঁর আত্রাই উপজেলার দাড়িয়াগাঁর্থী গ্রামের স্বর্ণকার নান্টু কুমার প্রামানিক আহসানগঞ্জ বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান রিংকু জুয়েলার্স থেকে সন্ধায় মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। পথি মধ্যে মালাধর ব্রীজের নিকট পৌছলে ছিনতাইকারীরা পথরোধ করে মারধর করে ১৫ভরি স্বর্ণের এবং ৩০০ভরি চান্দির গহনা এবং নগদ দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে দেখতে পেয়ে স্থানীয়রা নান্টুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।এছাড়া ৯সেপ্টেম্বর উপজেলার থাঐপাড়া গ্রামের জাকির হোসেন,সাইদুর রহমান ও রাজা হোসেনের মোট ৭টি গরু এবং ২টি ছাগল,২৩সেপ্টেম্বর দিঘীরপার গ্রামের নিজামউদ্দীন হাজির খামার থেকে ৮টি গরু,১২অক্টোবর চকবিষ্টপুর গ্রামের মইতুল সরকারের ৪টি গরু,২৫অক্টোবর ভোঁপাড়া গ্রামের ছামছুর রহমানের ২টি গরু, ২ডিসেম্বর বলরামচক গ্রামের মোজাফ্ফর হোসেনের ৪টি গরু, ২১জানুয়ারী বাঁকা গ্রামের মিঠু হোসেনের ৫টি গরু,৫ফেব্রæয়ারী কচুয়া গ্রামের শহিদুল ইসলামের ৩টি গরু চুরির ঘটনা ঘটে।তবে এসব চুরি বা ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করেও কোন মালামাল উদ্ধার কিম্বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্বর্ণকার নান্টু কুমারের স্ত্রী পপি রাণী জানান, মারধর করে এতোগুলো স্বর্ণ-চান্দির গহনা এবং নগদ টাকা লুটকরে নিয়ে গেলো অথচ ঘটনার কয়েকদিন পার হয়ে যাচ্ছে এখনো পুলিশ এগুলো উদ্ধার করতে পারেনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিধর্শণ করা হয়েছে। গরু উদ্ধার সহ জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ১৫ভরি স্বর্ণের এবং ৩০০ভরি চান্দির গহনাসহ নগদ দুই লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে সবগুলো চুরি ছিনতাইয়ের বিষয়গুলো তদন্ত চলছে এবং জরিতদের গ্রেফতারপূর্বক মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
বিষয়: #আত্রাইয়ে আবারো গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি