

সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল সম্পন্ন
সুনামগঞ্জে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল সম্পন্ন
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ধারাবাহিক আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ডস্থিত পানসী রেষ্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার হোসাইন সাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মুসাব্বির রুনু,ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান।
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ,সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল্লাহ, জেলা জমিয়তুল উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জমিয়তের (মুফতি ওয়াক্কাস) সভাপতি মাওলানা আব্দুস শহীদ জামলাবাদী,জেলা সেক্রেটারী হাফেজ রশিদ আহমদ,জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হক আহমদী, এবি পার্টির আহবায়ক মোঃ জসীম উদ্দিন,জেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি আজিজুল হক,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, সহ সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া,জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ রমজান,জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহবায়ক ইমন দ্দোজা আহমদ,সদস্য সচিব মেহেদী হাসান সাকিব,সমন্বয়ক শাহনূর আহমদ,ওয়ারী অব জুলাই এর আহবায়ক মোঃ ফয়ছল আহমদ,আন্দোলনে আহত মোঃ জহুর আলী ও আহত সাংবাদিক মোঃ আফতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,রাজনীতিবিদ,সাংবাদিক,আইনজীবী ও জুলাই বিপ্লবে আহত বিপ্লবীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাযাতে অংশ নেন সমবেত অতিথি ও মুসল্লীয়ানগন।
বিষয়: #আন্দোলন #ইফতার #ইসলামী #মাহফিল #সম্পন্ন #সুনামগঞ্জ