

সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » হবিগঞ্জ » মাধবপুরে ২০ হাজার পরিবারের মাধ্যে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ
মাধবপুরে ২০ হাজার পরিবারের মাধ্যে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
দেশের অন্যতম রপ্তানিকারক শিল্প প্রতিষ্টান সায়হাম গ্রুপ প্রতিবছরের মত এবারও ২০ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন।।সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের উদ্যোগে ও সায়হামের নিজস্ব অর্থায়নে।
রোববার (১৬ মার্চ) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নে সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ঈশতিয়াক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ,শাহজাহান সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।প্রতি বছরের ন্যায় এবারও মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা,ও চুনারুঘাট উপজেলার ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। মাধবপুরে উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল বলেন,হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটের ২১ টি ইউনিয়ন ও দুটো পৌরসভার অসহায়, অস্বচ্ছল লোকজন রয়েছেন ইফতার সামগ্রীর অভাব রয়েছে। অর্থাভাবে ভাল ইফতার সামগ্রী কিনতে পারেনা। তাদের কথা চিন্তা করে সায়হাম গ্রুপের চেয়ারম্যান হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ,ফয়সলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গরীব অসহায় মানুষের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা অনুযায়ী সবার ঘরে ঘরে ইফতার সামগ্রী দুএকদিনের মধ্যে পৌছে দেওয়া হবে।
সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ঈশতিয়াক বলেন,সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ,ফয়সলের অনুপ্রেরণায় সায়হাম তার জন্মলগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।ঈদ, পুজা, দুর্যোগ দুর্বিপাকে যে কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে সায়হাম গ্রুপ সাধারণ মানুষের পাশে মন উজাড় করে দাড়িয়েছে। এ ছাড়া এলাকার, মসজিদ, মন্দির, চিকিৎসা, এতিমখানা সহ দলমত নির্বিশেষে সকল মানব কল্যাণমুখী কাজ করে যাচ্ছে। আমরাই প্রথম নোয়াপাড়া গ্রামে শিল্প কারখানা প্রতিষ্ঠা করার কারণে হাজারো নরনারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। মাধবপুরে শুরু হয়েছে শিল্প বিপ্লব। আজীবন আমরা মানুষের সেবা করে যেতে চাই।
বিষয়: #ইফতার #গ্রুপ #পরিবার #বিতরণ #মাধবপুর #মাধ্যে #সামগ্রী #সায়হাম #হাজার