

বৃহস্পতিবার ● ২০ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » হাইপার টেনশন থেকে স্ট্রোক, এখন কেমন আছেন এঞ্জেল নূর
হাইপার টেনশন থেকে স্ট্রোক, এখন কেমন আছেন এঞ্জেল নূর
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী এঞ্জেল নূর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে হঠাৎই মধ্যরাতে মাইল্ড স্ট্রোকটি হয় তার। তখন মুখের বাম পাশ অবশ হয়ে যায়। বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।
নূর বলেন, ‘ব্যক্তিগত কিছু বিষয়ের কারণে দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুগছিলাম। এ কারণেই স্ট্রোক হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। সবাই আমার জন্য দোয়া করবেন।’
তবে সুখের খবর হলো সুস্থ হয়ে উঠছেন নূর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন মুখ নাড়াতে পারছি। তবে চিকিৎসকরা জানিয়েছেন পুরোপুরি সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।’
সর্বশেষ বুধবার দিবাগত মধ্যরাতে আরেক ফেসবুক পোস্টে এঞ্জেল নূর জানান, ‘অসুস্থ ছিলাম। এখন আমি সম্পূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ। আতঙ্কিত হবেন না। আমার জন্য প্রার্থনা করবেন।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এঞ্জেল নূর সোশ্যাল মিডিয়ায় কাভার গান গেয়ে নেটিজেনদের নজরে আসেন। অন্যান্য গানের পাশাপাশি তার লেখা বেশ কিছু জনপ্রিয় গানও রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নূরের একটি গান টুইটারে শেয়ার করে ভারতীয় সংগীত শিল্পী অরিজিৎ সিং লিখেছিলেন, ‘কী দারুণ গান’!
এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় আরও জনপ্রিয় হয়ে উঠেন এ তরুণ সংগীতশিল্পী। দেশের পাশাপাশি বিদেশেও বেড়েছে তার শ্রোতা ও অনুসারী।
বিষয়: #আছেন #এখন #এঞ্জেল #কেমন #টেনশন #থেকে #নূর #স্ট্রোক #হাইপার