

শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ফখরুল বললেন, কোনো কমেন্ট করবো না
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ফখরুল বললেন, কোনো কমেন্ট করবো না
বজ্রকণ্ঠ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের কাছে আগামীকাল (রোববার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংস্কার প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আগামী ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং সেনাবাহিনীর ভূমিকার প্রতি বিএনপির আস্থা আছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে আমি এখনই কোনো কমেন্ট করবো না। দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না। থ্যাংক ইউ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমান।
বিষয়: #আওয়ামী #কমেন্ট #করবো #কোনো #না #নিষিদ্ধের #প্রশ্নে #ফখরুল #বললেন #লীগ