

রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » Default Category » সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির ইফতার মাহফিল ও লিফলেট বিতরন
সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির ইফতার মাহফিল ও লিফলেট বিতরন
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে জাতীয়তাবাদী দলকে সকল পর্যায়ে ঐক্যবদ্ধ,আগামীর রাষ্ট্র গঠনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজার হাজী গনীবক্স উচ্চ বিদ্যালয়ের হলরুমে উক্ত আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক হুইপ এডভোকেট মরহুম ফজলুল হক আছপিয়ার পুত্র জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ আবিদুল হক।
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল কাইয়্যূমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আসম খালিদ,জেলা আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত,সেলিম উদ্দিন আহমদ,ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুজ আলী,বিএনপি নেতা আব্দুল করিম পাটান,সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা এডভোকেট কামাল হোসেন, আব্দুল মজিদ লিটন,হোসেন আমীর, এডভোকেট আবুল হায়াত,হুমায়ূন কবীর, মোঃ আশরাফুজ্জামান,নিজাম উদ্দিন সরকার,বিএনপি নেতা জাকির খান আঙ্গুর,এডভোকেট শায়েস্তা উদ্দিন,জেলা যুবদল নেতা সৈয়দ শফিকুল ইসলাম শফিক,মোঃ আব্দুল মজিদ,মোহনপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আবুল কাশেম,আকিকুল ইসলাম,যুবদল নেতা জিল্লুর রহমান,ইছাক আলী,জেলা ছাত্রদলের সদস্য হুমায়ূন কবীর,তোফায়েল আহমদ,ফারুক রশিদ,মীর হোসেন,জিল্লুর রহমান,মেম্বার নিজাম উদ্দিন,আক্তার হোসেন,এইচ এম এমদাদ,শামছুর রহমান,যুবদল নেতা হেলাল আহমদ জুয়েল,এমদাদ মিয়া,গোলেনুর মিয়া,আব্দুল খালেক,হুমায়ূন কবীর,ইসলাম উদ্দিন মেম্বার,পারভেজ আহমদ ও সোলায়মান মিয়াসহ স্থানীয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান,দলকে চাঁদাবাজ ও সন্ত্রাসীমুক্ত রাখার নির্দেশে দিয়েছেন। দলের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা চাঁদাবাজ,সন্ত্রাসী,ফ্যাসিবাদের দোসর ও লুঠেরাদেরকে পুলিশের হাতে সোপর্দ করতে বলেছেন। তাই আমরা নেতার নির্দেশে দলের মধ্যে সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাই। পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকল নেতাকর্মী সমর্থক ও অংশগ্রহনকারীদের মধ্যে ৩১ দফা দাবী সংবলিত লিফলেট বিতরন করেন বিএনপির নেতাকর্মীরা।
বিষয়: #মোহনপুর #সুনামগঞ্জ
