

রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে একই গ্রামের দুই ভূয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ
নবীগঞ্জে একই গ্রামের দুই ভূয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ
নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামের মৃত আলী আজগর চৌধুরীর পুত্র আলী মছব্বির চৌধুরী ও একই গ্রামের মৃত আরফান উল্লার পুত্র মো: মাহতাব উদ্দিন হিরাধন।
আলী মছব্বির চৌধুরী ১৯৭৮ ইংরেজি তারিখে পুলিশের চাকুরীতে ভর্তি হয়। পুলিশি টেনিং শেষে তার চাকুরী হয় ময়মনসিংহে। যুদ্ধচলাকালিন সময় সেখান থেকে বদলী হয় গৌরিপুর থানায়। সে সময় দেশে লুটপাট ও অরাজগতার সৃষ্টি হয়। এ সময় একটি ব্যাংক লুটপাট করে সেখান থেকে মছব্বির টাকা পয়সা লুট করে তার বাড়িতে পালিয়ে আসে। বর্তমানে সে একজন ভূয়া মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত। সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা ভূগ করে আসছে।
মো: মাহতাব উদ্দিন জাল জালিয়াতির মাধ্যমে বড় অংকের টাকার বিনিময়ে নবীগঞ্জের বাসিন্দা হয়ে সুনামগঞ্জ জেলা ও থানার মাইজবাড়ি গ্রামের বাসিন্দা দেখিয়ে সুনামগঞ্জ লাল মুক্তিযোদ্ধা তালিকার ৫০২০১০৭৭৮ নাম্বারে অন্তর্ভুক্ত রয়েছে।
বড় অংকের টাকার বিনিময়ে মিথ্যার আশ্রয় নিয়ে সরকারের সাথে প্রতারণা করার অভিযোগ তুলে একই গ্রামের দুই প্রতারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ঐ গ্রামের মৃত সুলতান আহমদ চৌধুরীর পুত্র মুর্শেদ আহমেদ চৌধুরী গত ফেব্রুয়ারী মাসের ৬ তারিখ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত এ অভিযোগের কোন তদন্ত হচ্ছেনা।
বিষয়: #অভিযোগ #একই #গ্রামের #দপ্তরে #দুই #নবীগঞ্জ #প্রশাসনের #বিভিন্ন #বিরুদ্ধে #ভূয়া #মুক্তিযোদ্ধার
