

রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » হবিগঞ্জ » নবীগঞ্জে যুবলীগ নেতা জুয়েল ও তার লোকজন দিনমজুর আলমগীরকে চোখ বেঁধে নির্যাতন!
নবীগঞ্জে যুবলীগ নেতা জুয়েল ও তার লোকজন দিনমজুর আলমগীরকে চোখ বেঁধে নির্যাতন!
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার দাউদপুরে গ্রামের দিন মজুর আলমগীরকে ঘর থেকে তুলে নিয়ে চোখ বেঁধে নির্যাতনের গুরুতর অভিযোগ ওঠেছে যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে। সে ৪নং দীঘলবাক ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক৷
উক্ত নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে জুয়েল ও তার বাহিনির লোকজনের হামলায় অন্তত ১৫/২০ জন প্রতিবেশী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আলমগীর মিয়াকে মৌলভীবাজার আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরান মিয়া (২০) নামের আরেক যুবককে ২ দফা হামলা চালিয়ে মারাত্মক আহত করা হয়৷ এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে সাংবাদিক সহ আরো কয়েকজন গুরুতর আহত হন৷ আহতদের নবীগঞ্জ ও মৌলভীবাজার সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে৷ গত শুক্রবার দুপুরে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়- উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের পাঞ্চায়েতি একটি খাল থেকে মাটি নেয়ার সময় দিন মুজুর আলমগীর মিয়া (৩৫)কে মারধর করে যুবলীগ নেতা জুয়েলের চাচা
আওয়ামীগ নেতা মানিক মিয়া। এতে, আলমগীর মিয়া প্রাণ বাঁচতে তার গৃহে আত্মরক্ষার জন্য দৌড়ে ঘরে আশ্রয় নেয়। এসময় যুবলীগ নেতা ফখরুল ইসলাম জুয়েল ও তার লোকজন দরজা ভেঙে প্রবেশ করে আলমগীর মিয়াকে জোরপূর্বক জিম্মি করে তার বাড়ীতে তুলে নিয়ে যায়৷ পরে, কালা কাপড় দিয়ে তার চোখ মুখ বেঁধে নির্মম এলোপাতাড়ি মারধর ও অমানসিক নির্যাতন করা হয়।
এসময় স্থানীয় প্রতিবেশীর প্রতিবাদ করলে জুয়েল ও তার লোকজন প্রতিবেশীদের উপরও হামলা চালায়। হামলায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক এম মুজিবুর রহমানসহ ১৫জন আহত হন। অপর আহতদের মধ্যে আশ্যকাজনক অবস্থায় ইমরান মিয়া (২৩)কে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে৷ ইমরানের উপর গত শুকবার ও শনিবারে দুই দফা হামলা চালায় জুয়েল বাহিনী৷ এতে সে আশংকাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷ আহতদের মধ্যে আব্দুল হান্নান (৫৬), আফজল মিয়া(৫৫), লালন মিয়া (৫৫),
জনৈকা গৃহবধূ (৩৭), জনৈকা গৃহবধূ (২৮), জসিম উদ্দীন (২৮), ধন মিয়া (৬৫), জনৈকা গৃহবধূ (৫০), ভিকটিম দিনমজুর আলমগীর মিয়া (৩০) ও তার স্ত্রী জনৈকা সুমি আক্তার (২০) সহ আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়: #আলমগীরকে #ও তার #চোখ #জুয়েল #দিনমজুর #নবীগঞ্জে #নির্যাতন #নেতা #বেঁধে #যুবলীগ #লোকজন
