

রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » খেলা » সত্যিই আগামীকাল মাঠে নামবেন মাহমুদউল্লাহ!
সত্যিই আগামীকাল মাঠে নামবেন মাহমুদউল্লাহ!
বজ্রকণ্ঠ ডেস্ক::
মাহমুদউল্লাহ কি এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলবেন? এ নামী ও বড় তারকাকে ঈদের ছুটির আগে মাঠে নামতে দেখা যাবে? এমন দুটি প্রশ্ন এখন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নজর রাখা দর্শকদের।
ভক্তদের মনে এ কারণেই প্রশ্ন দুটির উদ্ভব যে, কাগজে-কলমে এক নম্বর দল হয়েও এখনো নিজেদের শক্তি অনুযায়ী খেলতে না পারা মোহামেডান যে এখন মাহমুদউল্লাহর অভাব বোধ করছে!
অভিজ্ঞ মুশফিকুর রহিমও ফর্মে নেই। নির্ভরতার প্রতিকের ব্যাটেও রানখরা। বোঝাই যাচ্ছে, আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানো মুশফিকের ভালো খেলার ইচ্ছে, একাগ্রতা ও আত্মনিবেদন খানিকটা কমে গেছে।
ওদিকে পায়ের নিচ দিকের পেছনের পেশির ইনজুরির কারণে প্রথম ম্যাচের পর খেলতে না পারা মাহমুদউল্লাহর বদলে যাকে খেলানো হচ্ছে, সেই আরিফুল হকের ব্যাটেও রান নেই। এ তরুণ মিডলঅর্ডার কাম অফস্পিনারের কাছ থেকে প্রত্যাশিত সার্ভিস পাচ্ছে না মোহামেডান। যে কারণেই মিডলঅর্ডারে শূন্যতা থেকেই গেছে।
এদিকে ষষ্ঠ রাউন্ড থেকে বড় ম্যাচ শুরু হয়ে গেছে। প্রথম ‘বিগ ম্যাচে’ গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরেছে মোহামেডান। দ্বিতীয় বড় ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাছেও হারের উপক্রম হয়েছিল। কিন্তু শেষ দিকে কোনো রকমে ২৩ রানে জিতে মুখ রক্ষা করেছে তামিম ইকবাল বাহিনী।
আগামীকাল সোমবার (২৪ মার্চ) শাইনপুকুরের বিপক্ষে খেলা মোহামেডানের। বিকেএসপি ৩ নম্বর মাঠে সেই ম্যাচ খেলবেন মাহমুদউল্লাহ।
সে খবর সত্য হতে যাচ্ছে। সর্বশেষ খবর, ‘পঞ্চপাণ্ডবের’ অন্যতম মাহমুদউল্লাহ আগামীকাল খেলবেন। মোহামেডানের এক নির্ভরযোগ্য সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইনজুরির কারণে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেননি মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে নেমেও সুবিধা করতে পারেননি। ফিরেছেন মাত্র ৪ রানে। এরপর ৩ মার্চ ডিপিএলে মোহামেডানের প্রথম ম্যাচে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে আউট হন মাত্র ১০ রানে।
এরপর থেকে টানা ৬ ম্যাচে বিশ্রামে মাহমুদউল্লাহ। তবে প্রতি ম্যাচের মাঝেই এ অভিজ্ঞ তারকাকে স্টেডিয়ামের গোল দড়ির বাইরে রানিং করতে দেখা যায়।
গত শুক্রবার ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচেও মাহমুদউল্লাহ সময় করে ‘রানিং’ করলেন। জানা গেছে, মোহামেডান কিছুটা নীরবে মাহমুদউল্লাহকে খেলানোর কথা ভাবছে এবং সোমবার তিনি একাদশে থাকছেন।
বিষয়: #আগামীকাল #নামবেন #মাঠে #মাহমুদউল্লাহ #সত্যিই
