

রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » সিলেট » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক কারাগারে
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক ::
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আখতার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গ্রেফতার আখতার হোসেন ওই এলাকার আব্দুল মুনিরের ছেলে।
শনিবার (২২ মার্চ) বিকেলে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মাহবুবুর রহমান শান্ত নামের সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন। রাতে এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় শান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আখতার হোসেনকে গ্রেফতার করা হয়।
বিষয়: #আন্দোলন #আহ্বায়ক #কারাগার #ছাত্র #বৈষম্যবিরোধী #সিলেট
