

রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » ঢাকা » স্ত্রীর সঙ্গে কলহের জেরে ব্যবসায়ীর আত্মহত্যা
স্ত্রীর সঙ্গে কলহের জেরে ব্যবসায়ীর আত্মহত্যা
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:::
রাজধানীর বংশালে স্ত্রীর সঙ্গে কলহের জেরে ইয়াসিন আরাফাত বাপ্পি (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবক ইন্টারনেট ব্যবসায়ী বলে জানা গেছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বংশালের আগামাসি লেন এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আরাফাতের বাবা মো. জাবেদ বলেন, আমার ছেলে ইন্টারনেটের ব্যবসা করতো। তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
বিষয়: #আত্মহত্যা #কলহের #জেরে #ব্যবসায়ী #সঙ্গে #স্ত্রীর
