

সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার-মাহফিল অনুষ্ঠিত।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার-মাহফিল অনুষ্ঠিত।
ওয়াহিদুর রহমান ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফাতার-মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ (মার্চ) রোববার স্থানীয় লন্ডন বাংলা
রেস্টেুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সভায় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন,কোষাধ্যক্ষ প্রভাষক মিছলুর রহমান,মহিলা সম্পাদক কলি বেগম,সদস্য আলী জহুর,তৈয়বুর রহমান, সাংবাদিক শাহ আলম চৌধুরী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নিকেশ বৈদ্য,বাপন দত্ত, প্রমূখ।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত ও সাংবাদিকদের আরো তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। ইফতার পূর্ব মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ক্বারী আলী আছগর ইমন। এ-সময় আগ্রাসী ইসরায়েল কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলায় অসহায় নিহত ফিলিস্তিনিদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত ও একই সঙ্গে প্রেসক্লাব সদস্য আলী জহুরের মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর মায়ের রূহের মাগফেরাত কামনা করা হয়েছে।
এ-দিকে উপজেলা প্রেসক্লাবের আয়োজিত দোয়া ও ইফতার- মাহফিলে উপস্থিত না হতে পারলেও সু-স্বাগত যানিয়ে সফলতা কামনা করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছইল মিয়া প্রমূখ।
বিষয়: #অনুষ্ঠিত #ইফতার #উপজেলা #জগন্নাথপুর #দোয়া #প্রেসক্লাব #মাহফিল #সুনামগঞ্জ
