সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনার সঙ্গে সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর সাক্ষাৎ
শেখ হাসিনার সঙ্গে সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।
১০ জুন, সোমবার ভারতের নয়াদিল্লিতে আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে যোগদান উপলক্ষ্যে নয়াদিল্লি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রবিবার (৮ জুন) শপথ নেন মোদি। সেই অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মৌরিতাস, মালদ্বীপ ও সিসিলিসের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আজ সকালে তার অবস্থানস্থলে দুটি আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা আজ বিকেলে ঢাকার উদ্দেশে ভারতের রাজধানী ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
বিষয়: #গান্ধী #প্রিয়াঙ্কা #রাহুল #শেখ #সোনিয়া #হাসিনা