

মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » রংপুর » পঞ্চগড়ে সরকারি জায়গা দখল নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে সরকারি জায়গা দখল নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
বজ্রকণ্ঠ সংবাদ :::
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিনের বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ তুলে সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুল তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিন।
এসময় তিনি বলেন, সম্প্রতি ভজনপুর পোস্ট অফিসের জায়গা নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। সেখানে অনেক ভুল তথ্য দেয়া হয়েছে। যে জায়গাটিকে দখল বলা হচ্ছে, একসময় সেখানে ভজনপুর ইউনিয়ন পরিষদটি ছিল। সে সময় পরিষদটি অন্যত্র নিয়ে যাওয়া হলে পরিষদের মাধ্যমে মানুষের সেবায় ইউনিয়ন পোষ্ট অফিসটি বসানো হয়। মূলত সড়ক ও জনপথের জায়গায়। দীর্ঘদিন পর ভবনটির অবস্থা নাজুক হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে নতুন করে পরিষদের মাধ্যমে সংস্কার করে দুইটি রুমের পরিবর্তে তিনটি রুম তৈরি করা হচ্ছে। সেখান থেকে একটি রুম পোষ্ট অফিস ব্যবহার করবে। বর্তমানে পোস্ট অফিসকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে বসতে দেয়া হয়েছে। এর মাঝে ভজনপুর পোস্ট অফিসের জায়গা দখলের অভিযোগ ভিত্তিহীন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। একই সাথে তীব্র প্রতিবাদও জানান।
এদিকে উপস্থিত ইউপি সদস্য শামসুল হক সরকার, মোকবুল হোসেন বাঙ্গালী ও তবিবর রহমান বলেন, যে জায়গা নিয়ে অভিযোহ উঠেছে সেখানে একসময় এই ইউনিয়ন পরিষদটি ছিল। এর দীর্ঘদিন পর পরিষদের অন্য জায়গা নির্ধারণ হলে সেখান থেকে পরিষদটি সড়ে যায়। তখন গুরুত্বপূর্ণ স্থানটিকে কাজে লাগাতে পোষ্ট অফিসটি বসানো হয়েছিল, যা এখনো আছে। রাস্তার পাশে ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা রেজুলেশনের মাধ্যমে সংস্কারের কাজ করছি। এদিকে দখলের যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। আমরা এখনো কাউকে কোন রুম বরাদ্দ দেই নি।
এদিকে ভজনপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার কারিমুল ইসলাম বলেন, এ কাজে ২০০১ সালে যুক্ত হই। তখন থেকে একই স্থানে পোষ্ট অফিসের কাজ করে আসছি। বর্তমানে সেখানে ভবনের সংস্কার কাজ শুরু হওয়ায় ইউনিয়ন পরিষদের একটি ভবনে পোষ্ট অফিসের কাজ করে যাচ্ছি। আশা দিয়েছে সংস্কার শেষে একটি রুম পোষ্ট অফিস হিসেবে ব্যবহার হবে।
সংবাদ সম্মেলন ভজনপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শামসুল হক সরকার, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোকবুল হোসেন বাঙ্গালী, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তবিবর রহমান, ভজনপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার কারিমুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বিষয়: #জায়গা #দখল #পঞ্চগড় #সরকারি
