

বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিশেষ » যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া :
লন্ডন, ২৬ মার্চ – মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রবাস কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহ আজিজুর রহমান, মো. হরমুজ আলী; যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী; সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী; দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ; প্রবাসকল্যাণ সম্পাদক আনছারুল হক; যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ; গণসংযোগ সম্পাদক রবীন পাল; মানবাধিকার সম্পাদক সারব আলী; শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ; ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক মিয়া; মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী; মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভানেত্রী আঞ্জুমান আরা অঞ্জু; লন্ডন আওয়ামী লীগের সহ-সভাপতি মইনুল ইসলাম; যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান; সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়যগীরদার; স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছায়েদ আহমদ ছাদ; শ্রমিক লীগের সভাপতি শামীম আহমদ; তাঁতী লীগের সভাপতি আব্দুস সালাম; ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী গুণীজন ও ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
বিষয়: #অনুষ্ঠিত #আওয়ামী #ইফতার #উদ্যোগে #ও দোয়া #মাহফিল #যুক্তরাজ্য #লীগের
