

বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » স্বাধীনতার সুখ
স্বাধীনতার সুখ
বিপুল চন্দ্র রায়
মহান স্বাধীনতা দিবস
বাঙ্গালীর গৌরবের ইতিহাস।
জীবন দিয়ে রক্ষা করেছিল
লাল-সবুজ পতাকার মান।।
২৬ শে মার্চ এই দিন
বাঙ্গালীর রক্তে লেখা স্বাধীন।
মহান স্বাধীনতা দিবস
আমাদের গর্বভরা দিন।।
কেমন করে শোধব বলো
বীর মুক্তিযোদ্ধাদের ঋণ ।
বীর শহিদের আত্মত্যাগ
মনে রাখবো আমরা চিরদিন।।
বিষয়: #সুখ #স্বাধীনতার
