

শুক্রবার ● ২৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » রূপের দেশে
রূপের দেশে
:: বিপুল চন্দ্র রায় ::
প্রকৃতির এক স্নিগ্ধ ছোঁয়া
রূপের নাই তো শেষ।
রূপসী বাংলায় রূপের ঝলক
আমার সোনার বাংলাদেশ।
লাল সবুজের এই দেশেতে
ফুল পাখিদের মেলা।
রৌদ্রছায়ার লুকোচুরি খেলা
নীল আকাশে সাদা মেঘের ভেলা।
নতুন ভোরে নতুন আলো
উঠলো নতুন রবি,জাগলো কবি।
প্রকৃতির এই পাঠশালাতে
কবির কাব্য লেখা রূপের দেশ
আমার সোনার বাংলাদেশ।
কবি সম্পর্কে:: বিপুল চন্দ্র রায়, রাজারহাট-কুড়িগ্রাম,বাংলাদেশ
বিষয়: #দেশ #রূপ
