

শনিবার ● ২৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কস বাংলাবাজারে চলছে ঈদের হাট।
ব্রঙ্কস বাংলাবাজারে চলছে ঈদের হাট।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
নিউইয়র্ক শহরের বাংলাদেশী অধ্যুষিত যে কয়টি বাংলাদেশী পন্যের বাজার রয়েছে তার মধ্যে অন্যতম হলো ব্রঙ্কস পার্কচেস্টার স্ট্রালিন বাংলাবাজার।একসময় যেখানে ভিন্ন জাতির লোকদের ছিল আধিপত্য পর্যায়ক্রমে বাংলাদেশীদের ব্যাপক বসবাসের ফলে ব্রঙ্কস তথা পার্কচেস্টারের স্ট্রালিনে গড়ে উঠেছিল বাংলাদেশী গ্রোসারি।একদিকে দিনে দিনে বাংলাদেশীদের বসতি বাড়তে থাকে অপর দিকে দোকান পাঠের চাহিদা বেড়ে যায় বহুগুণে যার ফলে ধীরে ধীরে অনেকগুলো দোকান পাঠ গড়ে স্টালিনে।বাংলাদেশীরা যেখানে বসবাস করেন সেখানেই আধিপত্য নিয়ে থাকতে চান চিরন্তনভাবে তাই তারা স্টালিনের নাম পরিবর্তন করেন সরকারীভাবে বাংলাবাজার নামাকরন করেন।বাজারে রয়েছে বিখ্যাত আল আকসা সুপার মার্কেট,প্রিমিয়াম সুপার মার্কেট,নিরব বাজার,ফ্রেন্ডস গ্রোসারি,ইত্যাদি বাজার,সুন্দরবন সুপার মার্কেট,বারি সুপার মার্কেট,পসরা মার্কেট,খলিল বিরিয়ানী,নীরব হোটেল,প্রতিদিন ফ্যাশন,হ্যাপী সেলুন সহ বিভিন্ন পন্য সামগ্রীর দোকান।
নিউইয়র্কের সর্বাধিক বাংলাদেশী অধ্যুষিত বাংলাবাজারে পবিত্র ঈদূল ফিতর উপলক্ষে ইতিমধ্যে জমে উঠেছে ঈদের হাট।যে কয়টি পন্যের দোকান আছে ক্রেতাদের উপস্থিতে দোকানের ক্যাশিয়ার কর্মচারীদের কাটছে বিরামহীন ভাবে।ভীড়ের কারনে সামাল দিতে পারছেননা সহজভাবে।যারা বাজার করতে আসছেন প্রত্যেকেই একাদিক জন আসার ফলে দোকানের ভিতরে অত্যন্ত ভীড় ঠেলে বাজার করতে হচ্ছে।বাজার করতে যেমন সময় লাগছে তেমনি ভাবে ক্যাশে রয়েছে লম্বা লাইন।দোকানের মাছ মাংস কিম্বা চিকেন সেকশনে কাটাকাটি করতে বাড়তি কর্মচারী দিয়েও সামাল দেওয়া যাচ্ছেনা।শত কষ্ট করেই ঈদের বাজার করতে হচ্ছে সবাইকে।
বাজারের সেলুন গুলোতে চুল কাটার জন্যও লম্বা লাইনে দাড়িয়ে চুল কাটতে হচ্ছে।সেলুন গুলো সকাল থেকে গভীর রাত পর্যন্ত চুল কাটা হচ্ছে বলেন জানান বাংলাবাজারের হ্যাপী সেলুনের কর্নধার কানাই শীল। তিনি বলেন দোকান প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত খুলা রাখতে হচ্ছে কাস্টমারের চুল কাটার সুবিধার জন্য।
বাংলাবাজারে প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদ রাতের মেলা বসবে।
বিভিন্ন অস্থায়ী কাপড়ের দোকান ও মেহেন্দীর দোকান বসবে।বাজারে আগত মানুষজন মেহেন্দী পড়ে উৎসবে অংশগ্রহন করবেন।সেই সাথে আতশ বাজী ফোটানো হবে।
বিষয়: #ঈদের #চলছে #বাংলা #বাজার #ব্রঙ্কস #হাট
