

শনিবার ● ২৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » অ্যাটলির সিনেমায় কত পারিশ্রমিক নিচ্ছেন আল্লু
অ্যাটলির সিনেমায় কত পারিশ্রমিক নিচ্ছেন আল্লু
বিনোদন ডেস্ক::
ভারতের দক্ষিণীর সিনেমার অন্যতম সুপারস্টার আল্লু অর্জুন। দীর্ঘদিন ধরেই তার একটি সিনেমা করার কথা ছিল দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তারকা নির্মাতা অ্যাটলির সঙ্গে। সম্প্রতি জানা গেছে, সেই প্রোজেক্টটির কাজ অগ্রসর হচ্ছে। এবার অ্যাটলির নির্মাণে আল্লুকে সিনেমায় দেখা যাবে।
আল্লু-অ্যাটলির সিনেমাটি একটি আন্তর্জাতিক সিনেমা হতে যাচ্ছে- এমনটাই জানাচ্ছে একটি সূত্র। আগামী ২ মাসের মধ্যেই নাকি শুরু হবে এ সিনেমার দৃশ্যধারণের কাজ। কাস্টিং এবং ক্রু বাছাইয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে, এ সিনেমার জন্য নাকি মোটা অংকের পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। যদি তিনি এই পারিশ্রমিক পান, তাহলে তিনিই হবেন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা। সবার মনে এখন প্রশ্ন জেগেছে তাহলে সেই অংকটা কত হতে পারে?
একটি সূত্রে জানা গেছে, আল্লু অর্জুন এ সিনেমার জন্য নাকি ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এটিই হতে যাচ্ছে তার এখন পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সিনেমা। তবে কেবল নিজের রেকর্ড যে নিজেই ভেঙে ক্ষান্ত হননি। আল্লু অর্জুন ভেঙে দিতে যাচ্ছেন পুরো ভারতের রেকর্ড। এর আগে কখনো কেউ এত পারিশ্রমিক পাননি। এর আগে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বলিউড নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি কল্কি সিনেমাটির জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ২০ কোটি রুপি। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া তার একটি বিদেশি কাজের জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ৩০ কোটি রুপি। তবে এ তো নায়িকাদের রেকর্ড। সব নায়কদের রেকর্ডকেও আল্লু ছাড়িয়ে যাবেন।
এর আগে শেষবার আল্লু অর্জুনকে দেখা গেছে ‘পুষ্পা ২’ সিনেমায়। সেই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছিল। এরপরে আল্লুকে দেখা যাবে অ্যাটলির সিনেমায়। আরও জানা গেছে, এ সিনেমা লভ্যাংশেরও ১৫ শতাংশ নেবেন আল্লু। পুরো সিনেমাটিতেই রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য ও ভরপুর বিনোদন।
আল্লু অর্জুন এর আগে ‘পুষ্পা ২’ সিনেমার প্রচারের সময় একটি অপ্রীতিকর ঘটনায় আইনি জটিলতায় জড়িয়েছিলেন। তাকে এ মামলায় একরাত জেলে থাকতে হয়েছিল। সিনেমাটির প্রচারের সময় ভিড়ের চাপে এক নারীর মৃত্যু ও এক শিশুর গুরুতরভাবে আহত হলে এ ঘটনা সূত্রপাত ঘটে।
বিষয়: #অ্যাটলির #আল্লু #কত #নিচ্ছেন #পারিশ্রমিক #সিনেমায়
