

মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে সংবাদর্কমীদেরকে ঈদ উপহার দিল জাতীয় সাংবাদিক সংস্থা
সুনামগঞ্জে সংবাদর্কমীদেরকে ঈদ উপহার দিল জাতীয় সাংবাদিক সংস্থা
সুনামগঞ্জ প্রতিনিধি:
জাতীয় সাংবাদকি সংস্থা সুনামগঞ্জ জলো শাখার উদ্যোগে অসচ্ছল সংবাদর্কমীদরে মাঝে ঈদুল ফতির উপলক্ষ্যে উপহার প্রদান করা হয়ছে। রববিার (৩০ র্মাচ) রাতে শহররে পশ্চমি বাজারস্থ দনৈকি সুনামগঞ্জ প্রতদিনি র্কাযালয়ে স্থানীয় অসচ্ছল সংবাদর্কমী ও পত্রকিা সরবরাহকারীদরে মধ্যে এই ঈদুল ফতির উপহার প্রদান করা হয়।
জাতীয় সাংবাদকি সংস্থা সুনামগঞ্জ জলো শাখার সভাপতি ও সুনামগঞ্জ প্রসেক্লাবরে সনিয়ির সহ-সভাপতি সাংবাদকি নতো আল হলোল সংগঠনরে পক্ষে এই উপহার সামগ্রী প্রদান করনে। এসময় সংস্থার জলো শাখার সাধারণ সম্পাদক দনৈকি ইনকলিাব প্রতনিধিি মোঃ হাসান চৌধুরী, সুনামগঞ্জ প্রসেক্লাবরে সহ-সাধারণ সম্পাদক মোঃ বাবুল ময়িা, প্রসেক্লাবরে নর্বিাহী সদস্য দনৈকি আজকালরে খবর প্রতনিধিি কবি মুহাম্মদ আমনিুল হক,দনৈকি খবরপত্র প্রতনিধিি হোসাইন মাহমুদ শাহীন,সংস্থার সাংগঠনকি সম্পাদক সংবাদ প্রতদিনি পত্রকিার জলো প্রতনিধিি রাজু আহমদে রমজান,দনৈকি সুনামকন্ঠ পত্রকিার স্টাফ রপর্িোটার মোহাম্মদ নূর,বষৈম্য বরিোধী আন্দোলনে আহত সাংবাদকি পুত্র আরফিুল ইসলাম জোহান ও সুনামগঞ্জ প্রসেক্লাবরে সাবকে অফসি সহায়ক বীর মুক্তযিোদ্ধার সন্তান মোঃ শফকিুল ইসলাম প্রমুখ উপস্থতি ছলিনে।
ঈদুল ফতির উপহার প্রদানকালে সাংবাদকি নতো আল হলোল বলনে,জাতীয় সাংবাদকি সংস্থা সারা দশেরে তৃণমূল র্পযায়রে সাংবাদকিদরে প্রতনিধিত্বিকারী একটি র্শীষ সংগঠণ। এই সংগঠণ সবসময় পশোদার সাংবাদকিদরে সকল ন্যায়সঙ্গত দাবী আদায়ে বলষ্টি নতেৃত্ব প্রদান অব্যাহত রখেছে। সরকাররে নবিন্ধনপ্রাপ্ত এই সংগঠনটি মনে করে মহান পশো সাংবাদকিতায় নবিদেতি সাংবাদকিরা সবসময় খবররে পছেনে পড়ে থাকনে। অন্যরে খবর সংগ্রহ ও প্রচার প্রসারে ব্যস্ত সময় অতবিাহতি করতে গয়িে নজিরে ও পরবিার পরজিনরে প্রয়োজন পূরনওে তারা অগ্রসর হতে পারনেনা। তাই অসচ্ছল ও অসহায় সাংবাদকিদরে সঞ্চতি কষ্ঠরে কথা অনকেইে জাননেনা বা তাদরে কষ্ট লাগবরে চন্তিা সকলরে কাছে সমানভাবে গুরুত্ব পায়না। তনিি আরো বলনে,পবত্রি ঈদুল ফতিরকে সামনে রখেে জাতীয় সাংবাদকি সংস্থা সুনামগঞ্জরে সাংবাদকিদরে পাশে দাড়য়িছে। এই সবোমূলক কাজটরি মাধ্যমে আমরা দশেরে রাষ্ট্র,সরকার,প্রশাসন ও সমাজরে বত্তিবাণ মানুষদরে মাঝে সাংবাদকিদরে সুরক্ষায় ও সকল প্রকার সহযোগীতায় এগয়িে আসার উদাত্ত আহবাণ জানাই।
বিষয়: #ঈদ #উপহার #জাতীয় #দিল #সংবাদর্কমীদেরকে #সংস্থা #সাংবাদিক #সুনামগঞ্জে
