

মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » নব দীপ্ত সন
নব দীপ্ত সন
বিপুল চন্দ্র রায়
যতই আসুক নব দীপ্ত সন,
পুরোনো কে বিদায় দিতে চায়না মন।
পুরোনা বছর সব স্মৃতি আজ
হৃদয় ফ্রেমে তুলে রাখা ছবি।
নতুন ভোরে নতুন আলোয়,
নতুন রবির আবির্ভাব তিথি।
নতুন আলোয় আলোকিত,
জীবনের নব অধ্যায় আজি।
বিষয়: #দীপ্ত #নব #সন
