

বুধবার ● ২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » উখিয়ায় নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
উখিয়ায় নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুযায়ী মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে উখিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমাম হোসেনকে আটক করা হয়।
অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ভয়াবহ মাদক ক্রিস্টাল ম্যাথ, গাঁজা, ৭টি দেশীয় ধারালো অস্ত্র ও ৩টি মোবাইল জব্দ করা হয়। আটককৃত ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। অভিযানের পর উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও অপরাধ দমনে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #অস্ত্রসহ #আটক #উখিয়ায #ক্রিস্টাল #নৌবাহিনী #ব্যবসায়ী #মাদক #ম্যাথ
