

বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » মুহূর্তের কবিতা
মুহূর্তের কবিতা
:: বিপুল চন্দ্র রায় ::
জীবন অদ্ভুত! কত ঘটনা ঘটে, কত ঘটনা রটে,
মুহূর্তগুলো চলে যায়, স্মৃতিগুলো রয়ে যায়।
এক যুগ সংসার করার পরেও একে অপরকে বুঝিনা।
অথচ কত রজনী নিদ্রাবিহীন সন্ধি ফুটে ছিল একটি ফুল।
দিকভ্রান্ত হয়ে ঝরে গেছো কালের বাতাসে,
রক্তের দাগ কেটে কাঁটাতারের সীমানা এঁকে দিবো মনে,
এই হৃদয়ে লেখা থাকবে সম্পূর্ণরূপে প্রবেশ নিষেধ।
তুমি চলে গেছো, হৃদয় থেকে মরে গেছো, আর কী চাও?
আমার মৃত্যু! আমি মরবো না
বরং এলোমেলো জীবন নিয়ে দেখতে চাই,তোমার শেষ মুহূর্ত।
বিপুল চন্দ্র রায়, রাজারহাট, কুড়িগ্রাম।
বিষয়: #কবিতা #মুহূর্তের
