

বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খুলনা » সুন্দরবন উপকূলীয় জেলা সাতক্ষীরার আশাশুনিতে বন্যা
সুন্দরবন উপকূলীয় জেলা সাতক্ষীরার আশাশুনিতে বন্যা
নিজস্ব প্রতিবেদক :::
সুন্দরবন উপকূলীয় জেলা সাতক্ষীরার আশাশুনিতে বন্যা কবলিত এলাকায় চিকিৎসা সেবাসহ ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
৩ এপ্রিল বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।
এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় তিন শতাধিক পরিবারকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান এবং ২৫০ টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, উক্ত ত্রাণ কর্মসূচি এবং মেডিকেল ক্যাম্পেইনের নের্তৃত্ব দিয়েছেন সার্জন লেফটেন্যান্ট রায়হানুল জান্নাহ, এএমসি। উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে ভবিষ্যতেও কোস্টগার্ডের এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়: #উপকূলীয় #জেলা #সুন্দরবন
