

শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে
পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে
মোহাম্মদ আলম, বার্তা সম্পাদক-চট্টগ্রাম:
অদ্য ৩ এপ্রিল ২০২৫ খি. উখিয়া উপজেলাস্থ সোনার পাড়া এলাকার সমাজকল্যাণ ও অরাজনৈতিক সংগঠন “পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ” এর উদ্যোগে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হয়েছে।
এলাকার সর্বস্থরের যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের গ্রামবাসীর স্বত:ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন (সাবেক অর্থ সম্পাদক- উখিয়া উপজেলা বিএনপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রফিক উল্লাহ্ রফিক উখিয়া উপজেলা বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ০১নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ নোমান (যুগ্ন আহবায়ক- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উখিয়া উপজেলা শাখা), উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ দিদারুল আলম (সাবেক সভাপতি- জালিয়া পালং ইউনিয়ন ছাত্রদল উত্তর শাখা), জনাব মুহাম্মদ জসিম উদ্দিন- (যুবদল নেতা- জালিয়াপালং ইউনিয়ন), অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মোহাম্মদ সামির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হারামাইন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠিতা ও পরিচালক জনাব মাও: মোহাম্মদ জুনাইদ বোগদাদি, তিনি স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, এটি একটি অরাজনৈতিক ও সমাজসেবামূলক যুব সংগঠন। অন্যান্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব জাহাঙ্গীর আলম, উন্নয়ন কর্মী।
আলোচনা সভায় বক্তারা সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। মোবাইলে গেম আসক্তি কাটানোর জন্য মাঠের খেলার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও সমাজের বিভিন্ন উন্নয়নের পরিকল্পনার পাশাপাশি একটি সামগ্রিকভাবে দেশের উন্নয়নে কাজ করার জন্য একটি সংস্থা তৈরীর পরিকল্পনা ব্যক্ত করেন।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন, সমাজ ও উন্নয়নকর্মী জনাব মোঃ জাহেদুল আলম। সম্মানিত সদস্য ও অতিথিদের উদ্দেশ্যে তিনি তাঁর সঞ্চালনায় সংগঠনের নাম “সংকল্প যুব ও সামাজিক উন্নয়ন সংস্থা” রাখার প্রস্তাবনা পেশ করেন। যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরবর্তী কার্যক্রম পরিচালনা ও সংগঠনের রূপরেখা প্রস্তুত করার জন্য একটি উপদেষ্টা কমিটি এবং একটি আহবায়ক কমিটি গঠন করে দেয়া হয়। আলোচনা শেষে সকল সদস্য এবং অতিথিবৃন্দের রাতের প্রীতি ভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্ত ঘোষণা করা হয়।
বিষয়: #ঈদ #উন্নয়ন #কক্সবাজার #জালিয়াপালং #পুনর্মিলনী #পেশাজীজী #বিএনপি #যুব #যুবক #সংঘ #সামাজিক #সোনারপাড়া
