

শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » রাণীনগরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাণীনগরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে সাড়ে সাত কিলোমিটার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪এপ্রিল) সকাল ৬টায় এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৯টায় রাণীনগর মহিলা অনার্স কলেজ মাঠে পুরস্কার বিতরণ করা হয়। এতে ৪০০জন প্রতিযোগি অংশ নেয়।
রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো) এর আয়োজনে এদিন সকাল ৬টায় রাণীনগরের নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহা সড়কে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৪০০জন প্রতিযোগী অংশ নেয়। দৌড় প্রতিযোগিতা শেষে রাণীনগর মহিলা অনার্স কলেজ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠোপোষক ডক্টর এগ্রো ভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: রাফিউল করিম রাফি। অন্যদের মধ্যে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু,রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,রাণীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম,বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরকোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পৃষ্ঠোপোষক সাহেদুজ্জামান সিরাজ বিজয়,রাণীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির আহম্মেদ,রাণীনগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,সাফ চ্যাম্পিয়ন শীপ জয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের মিডফিল্ডার আইরিন খাতুন,বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্টাইকার এনামুল হক,রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পৃষ্ঠোপোষক অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
বিষয়: #দৌড় #ম্যারাথন #রাণীনগর
