

রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেসের মা আর নেই
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেসের মা আর নেই
বিনোদন ডেস্ক::
মা হারালেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। মুম্বাইয়ের একটি হাসপাতালে তার কিম ফার্নান্দেজ চিকিৎসাধীন ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ সংবাদটি নিশ্চিত করেছে।
জানা গেছে, গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিম ফার্নান্দেজ। অসুস্থ মাকে সময় দিতে গিয়ে সব প্রয়োজনীয় কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পরিকল্পনাও বাতিল করেন এ অভিনেত্রী।
জ্যাকুলিনের মা বাস করতেন বাহরাইনে। ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে দেশটিতে চিকিৎসাধীন ছিলেন। এবার ভারতে অসুস্থ হয়ে পড়লে দেশটির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে দেখতে এসেছিলেন সালমান খানও।
জ্যাকুলিনের জীবনের একমাত্র ছায়াসঙ্গী তার মা কিম। তাকে হারিয়ে বাকরুদ্ধ অভিনেত্রী। এ তারকার অনুরাগীরাও শোকাহত। তবে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি জ্যাকুলিন।
বিষয়: #অভিনেত্রী #আর #জ্যাকুলিন #নেই #ফার্নান্দেসের #বলিউড #মা
