

রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খুলনা » দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই-ভাতিজার হামলায় আহত শহিদুল মারা গেছে
দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই-ভাতিজার হামলায় আহত শহিদুল মারা গেছে
খন্দকার জালাল উদ্দীন ::
কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে আপন ছোট ভাই ও ভাতিজার হামলায় আহত শহিদুল বিশ্বাস (৬০) এর মৃত্যু হয়েছে। ঘটনার ৪২দিন পর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গত ২৩ ফেব্রুয়ারি রাতে বাড়ির ভেতর দিয়ে পানি গড়ানোকে কেন্দ্র করে শহিদুল বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) ও ভাতিজা সুইট (২৮) ও সিয়াম (২৫) সহ পরিবারের আরও ৪-৫ জনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা শহিদুল ও তার পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র, লাঠি, রড ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। এতে শহিদুল বিশ্বাস গুরুতর আহত হন। তার ডান চোখের পাশে ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে শহিদুল বিশ্বাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে ১৫ দিন আগে তিনি বাড়ি ফিরেন এবং ঘটনার ৪২দিন পর ৫ এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। জানাগেছে হামলার ঘটনার পরদিন ২৪ ফেব্রুয়ারি শহিদুল বিশ্বানের আরেক ভাই আকবর আলী (৫১) বাদী হয়ে দৌলতপুর থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করে। তবে অভিযুক্তরা জামিনে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। তবে পারিবারিক বিরোধের জেরে আগেই একটি মামলা হয়েছে, যা তদন্তাধীন রয়েছে।
বিষয়: #জমি #দৌলতপুর #সংক্রান্ত
