

সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » উখিয়ায় জামায়াত নেতা ও ১ নারীসহ ৩ জন নিহত
উখিয়ায় জামায়াত নেতা ও ১ নারীসহ ৩ জন নিহত
মোহাম্মদ আলম (স্টাফ রিপোর্টার):
কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে এক খতিব ও জামায়াত নেতাসহ তিন জন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় জমি বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে তিন জন নিহত হয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যেও একজনের অবস্থা গুরুতর।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, জামায়াত নেতাকে চাকু দিয়ে পেটের ভিতর উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। তারা আরও জানায়, যেই জমি নিয়ে মূলত বিরোধ সৃষ্টি হলো সেটি সরকারি তথা খাস জমি। দীর্ঘদিন যাবৎ উক্ত জমির বিরোধ চলে আসছিল। হঠাৎ কাল আবার ঝগড়া শুরু হয়। সেটি আজকে এসে মর্মান্তিক আকার ধারণ করেছে।
বিষয়: #ইমাম #উখিয়া #কক্সবাজার #কুতুপালং #খতিব #জামায়াত #নারী #নিহত
