

সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » নতুন বাইক আনছে রয়্যাল এনফিল্ড
নতুন বাইক আনছে রয়্যাল এনফিল্ড
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাইক সন্সগথা রয়্যাল এনফিল্ড নতুন বাইক আনলো বাজারে। গ্রাহকের কথা মাথায় রেখে নিয়মিত নতুন বাইক বাজারে আনছে সংস্থাটি। এবার রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-র মডেল আসতে চলেছে।
রয়্যাল এনফিল্ডের এই নতুন বাইকে একটি ৬৪৮ সিসির এয়ার বা অয়েল কুলড ইঞ্জিন রয়েছে। ক্লাসিক ৬৫০ বাইকে ইনস্টল করা আছে যে ইঞ্জিন তাতে ৪৭ এইচপির শক্তি ও ৫২ এনএম টর্ক উৎপন্ন হয়।
এই বাইকের ইঞ্জিনের সঙ্গে ৬ স্পিডের গিয়ারবক্সও পাওয়া যাবে। এই রয়্যাল এনফিল্ড বাইকের ইঞ্জিন এরই মধ্যে বাজারে পরীক্ষা করা হয়েছে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-র ক্ষমতা ক্লাসিক ৩৫০-র তুলনায় প্রায় দ্বিগুণ বেশি।
ক্লাসিক ৬৫০ বাইকের ইঞ্জিনটি এই বাইকের প্যারালাল টুইন ইঞ্জিনের একটি ভাল সমন্বয় বলা চলে। ক্লাসিক ৩৫০ বাইকে এক লিটার পেট্রোলে ৩৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা যায়। আর ৬৫০ সিসি বাইকে এক লিটার পেট্রোলে ২২ কিমি রাস্তা যাওয়া যায়।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ বাইকের দাম হবে রয়্যাল এনফিল্ডের সুপারমিটিওর এবং শটগান ৬৫০-র দামের কাছাকাছি। শটগান ৬৫০ বাইকের এক্স শোরুম দাম রয়েছে ভারতে ৩ লাখ ৫৯ হাজার রুপি। আর অন্যদিকে রয়্যাল এনফিল্ডের সুপার মিটিওর ৬৫০ বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৩ লাখ ৬৪ হাজার রুপি। আর তাই ক্লাসিক ৬৫০ বাইকের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০ রুপি থেকে শুরু হতে ২ লাখ ৫ হাজার রুপি পর্যন্ত হতে পারে বলেই ধারণা করা যাচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিষয়: #আনছে #এনফিল্ড #নতুন #বাইক #রয়্যাল
